নিউজ ডেস্ক ; ১৬ নভেম্বর: গোটা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও পালিত হল বীরসা মুণ্ডার জন্মদিন অনুষ্ঠান। ছিলেন মেয়র গৌতম দেব ও জেলাশাসক এস পুণ্নবালাম। নকশালবাড়ি ও খড়িবাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, সভানেত্রী মিলি সিনহা ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত। দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এদিন প্রায় দেড়শো জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।জেলা সভাপতি জানান সবাইকে ভালো রাখতে চেষ্টা করছি আমরা। আর বীরসা মুন্ডার জন্মদিন একটা আলাদা দিন।এই দিনটিতে আমাদের মুখ্যমন্ত্রী ছুটি ঘোষনা করেছেন তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে।তাই আমরা আমাদের তরফ থেকে সামান্য সেবামুলক কাজ করতে চেষ্টা করলাম শুধুমাত্র। ভবিষ্যতে ওদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ব আমরা বলে জানালন জেলা সভাপতি।তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব।
শিলিগুড়িতেও পালিত হল বীরসা মুণ্ডার জন্মদিন অনুষ্ঠান
