নিউজ ডেস্ক; ১৫ নভেম্বর: আধিকারিকদের নিয়ে স্টুডেন্ট হেলথ হোম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। বর্তমানে স্টুডেন্ট হেলথ হোম একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শিলিগুড়ি পুরোনিগমের তরফ থেকে এই হেলথ হোম ঠিক করার দায়িত্ব নেওয়া হয়েছে। সকালে মেয়র গৌতম বিভিন্ন আধিকারিকদের সাথে নিয়ে বেহাল দশায় থাকা স্টুডেন্ট হেলথ হোমটি পরিদর্শন করেন। এই প্রসঙ্গে মেয়র জানান স্টুডেন্ট হেলথ হোমের রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করবে শিলিগুড়ি পুরোনিগম।
স্টুডেন্ট হেলথ হোম পরিদর্শনে মেয়র
