রবিবার দীঘার মোহনা বাজারে চিরুনি ফাল মাছ দেখতে উৎসাহী জনতা

নিউজ ডেস্ক; ১৪ নভেম্বর: রবিবার সকালে দিঘার অন্তর্গত মোহনা বাজারে দেখা মিললো এক বিরল প্রজাতির মাছের। নাম চিরুনি ফাল, মাছটির ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। মূল্য কয়েক হাজার টাকা। ওড়িশার পারাদ্বীপ বন্দরের কাছে ধরা পড়ে মাছটি।

খবর প্রকাশ পাওয়ার পড়ে উৎসুক জনতা মাছটিকে দেখবার জন্য বাজারে ভিড় জমায়। অনেকেই মাছটির ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে। এই বিষয়ে সম্পর্কে মৎস্যজীবীরা জানিয়েছেন মাছটি অত্যন্ত বিরল প্রজাতির। মাছটির পাখনা দিয়ে তৈরি জীবনদায়ী ওষুধ।

Leave a Reply

Your email address will not be published.