উত্তরে বাড়ছে ডেঙ্গু

নিউজ ডেস্ক; ১৪ নভেম্বর: শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গু।আর তাই চাপও বেড়ে গেছে শিলিগুড়ি পুরসভাতে। শিলিগুড়িতে ডেঙ্গুকে নিয়ে মানুষের ক্ষোভ বেড়েই চলেছে দিনের পর দিন।আর ক্ষোভ বেড়েছে সাধারন মানুষের মনে। শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে মশা মারবার ওষুধ একেবারেই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সাধারন মানুষের। বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া গেছে যে পর্যাপ্ত পরিমানে ধোয়া এবং তেল দেওয়া হচ্ছে না। ফলে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রভাব। কাউন্সিলারেরা কোন কাজই করতে পারছেন না বলে ক্ষোভ সাধারন মানুষের। ডেঙ্গুর কারনে ভীড় কমেছে হোটেল গুলিতে।ভয়ে আসাই বন্ধ করে দিয়েছেন বলে খবর। ডেঙ্গুর কারনে ভীড় কমে গেছে বাজারগুলিতেও। ভীড় একেবারেই নেই বিভিন্ন বাজারে। বাজারের ব্যাবসায়ীদের অভিযোগ পর্যাপ্তভাবে পরিষ্কার করাই যাচ্ছে না বাজার। তবে মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই দাবী করেছেন শিলিগুড়ি এখন আগের থেকে নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published.