শীতের আমেজ রাজ্য জুড়ে, মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮, দার্জিলিংয়ের ৮

নিউজ ডেস্ক; ১৩ নভেম্বর: শীতের আগমনী বার্তা চলে এসেছে, রবিবার ছুটির দিনে মহানগরীর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৮.৮। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে কনে কনে ঠান্ডা অনুভূত হবে। সঙ্গে ঢুকবে উত্তরে হাওয়া।

তবে নভেম্বর মাস থেকেই শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে গোটা রাজ্য। মহানগরীর পাশে শহরতলিতেও তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রাতের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। কালিংপং এর সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি, অপরদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রিতে। শীতের আমেজ অনুভব করছে দার্জিলিং।

Leave a Reply

Your email address will not be published.