নিউজ ডেস্ক; ১২ নভেম্বর: নভেম্বর মাস মানে দরজায় কড়া নাড়ছে শীত, এই সময় খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করার মজাই আলাদা। অধিকাংশ মানুষের পছন্দ দার্জিলিং। আগামী ১২ ই নভেম্বর থেকে ঘুম ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে। হিমালয়ান রেলওয়ের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। পর্যটকদের কথা মাথায় রেখে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। এবারে থাকছে একাধিক চমক, কার্নিভাল উপলক্ষে শুরু হতে চলেছে রাত্রে ট্রয় ট্রেন পরিষেবা। দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয়ট্রেন পরিষেবা চলবে। এবারে এই উৎসবের ম্যাসকট থাকতে রেড পান্ডা। অনুষ্ঠান উপলক্ষে পর্যটকদের মনোরঞ্জন করবার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। কার্নিভালের স্লোগান থাকবে ঘুম বরাবর ঘুম। দেশি-বিদেশি পর্যটকরা কার্নিভালে অংশগ্রহণ করবার জন্য বিশেষ উৎসাহিত হয়ে থাকেন। উদ্যোক্তারা আশা করছেন এবারেও অগণিত পর্যটকদের সমাবেশ হবে।
শুরু হচ্ছে ঘুম কার্নিভাল, ম্যাসকট রেড পান্ডা
