দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাত, সিকিমে হতে পারে হালকা তুষারপাত

ডিজিটাল; ১২ নভেম্বর: দুয়ারে শীতের আগামবার্তা দিল আবহাওয়া দপ্তর, আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ ও আগামীকাল দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে সিকিমের কিছু এলাকায় হালকা তুষারপাত হতে পারে। দার্জিলিং এর মত সিকিমে শীতের সময় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। গ্যাংটক, সিকিম জুড়ে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। গত দুই বছরের করোনা পরিস্থিতি কাটিয়ে এই বছর দার্জিলিং এর মতো সিকিমেয় পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। প্রচন্ড ঠান্ডার কারণে ছাঙ্গু লেকের জল বরফ হয়ে যায়, আর এই দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমান। করোনাকে ভুলে গিয়ে সিকিমের পর্যটন ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.