পর্যটকদের জন্য সুখবর , দার্জিলিঙে রাতেও চলবে টয় ট্রেন

নিউজ ডেস্ক; ৯ নভেম্বর: পর্যটকদের টয় ট্রেনের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, দূর দূরান্ত থেকে পর্যটক দার্জিলিংয়ের টয় ট্রেনে চাপতে আসেন। এতদিন পর্যন্ত টয়টেন দিনের বেলায় চলতো। এবার থেকে হিমালয়ান রেলওয়েকে আরো জনপ্রিয় করতে রাতের অন্ধকারেও চালানো হবে টয় ট্রেন। রাতের অন্ধকার ভেদ করে চলবে টয় ট্রেন। আগামী ১২ ই নভেম্বর থেকে টয়ট্রেন পরিষেবা রাতে চালু হবে। রাতে দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত ১০ কিলোমিটার চলবে টয়ট্রন। এখন থেকে রাত্রিবেলায় টয়ট্রেন সাফারি উপভোগ করতে পারবেন পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published.