ডিজিটাল; ৮ নভেম্বর; ঢাকা ; হাবিবুর রহমানের :
বাংলাদেশের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২৭০ বছরের পুরনো রাস উৎসব ও মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাস উৎসব ও মেলার উদ্বোধন করেন বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাধা-কৃষ্ণ প্রতিমাকে প্রসাদ উৎসর্গ করার মাধ্যমে মনোবাসনা পূরণের আশায় কান্তনগর মন্দিরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতি বছর রাস পূর্ণিমার তিথিতে এই উৎসব পালিত হয়ে আসছে। ১৯৫২ সাল থেকে এই উৎসব চলে আসছে। রাজ পরিবারের রাজা প্রাণনাথ ১৭০৪ সালে কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে তার পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ সালে নির্মাণ কাজ শেষ করেন। এরপর থেকেই ওই স্থানে রাস উৎসব ও মেলা হয়ে আসছে। এই উৎসবে ভারত থেকেও শতশত নারী-পুরুষ ভক্ত-পূণ্যার্থী ও পর্যটকেরা এখানে আসেন।