গুরু নানকের জন্মদিনে মঙ্গলবার উত্তর-দক্ষিণ করিডোরে মেট্রো 234 পরিষেবা চালাবে

ডিজিটাল; ৬ নভেম্বর: 8 নভেম্বর (মঙ্গলবার) গুরু নানকের জন্মদিনে।
মেট্রো উত্তর-দক্ষিণ করিডোরে 234টি পরিষেবা (117 UP & 117 DN) চালাবে।

প্রথম পরিষেবা:
সকাল 6:50 এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে (কোন পরিবর্তন নেই)। দমদম থেকে কবি সুভাষ ( কোন পরিবর্তন নেই)।
6:55 এ দমদম থেকে দক্ষিণেশ্বর ( কোন পরিবর্তন নেই)।
7:00 এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ( কোন পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:
রাত 9:28 এ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
9:30 এ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে (কোন পরিবর্তন নেই)।
9:40 এ দমদম থেকে কবি সুভাষ ( কোন পরিবর্তন নেই)। কবি সুভাষ থেকে দমদম ( কোন পরিবর্তন নেই)।

পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.