জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রকাশ হল লোপামুদ্রার নতুন গান

ডিজিটাল; কলকাতা, ৫ নভেম্বর : জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ‘স্টারমঞ্চ’ প্রকাশ করল শিল্পী লোপামুদ্রার কণ্ঠে একটি নতুন গান – ‘আসিও মা জগদ্ধাত্রী’। গানটি ‘স্টারমঞ্চে’-এর অ্যাপে প্রকাশিত হয়েছে । এটির মূল আকর্ষণ হল লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি ক্লাসিকাল গান যেটি লিখেছেন কবি শ্রীজাত এবং সুর দিয়েছেন জয় সরকার। মূলত এই গানটির মাধ্যমে ‘জগদ্ধাত্রী’ নামে দেবী দুর্গার পুনর্জন্ম উদযাপন করে উৎসবের পরিবেশকে তুলে ধরা হয়েছে মায়ের আরাধনার মধ্যে দিয়ে।

এবছরের শুরুর দিকে ‘স্টারমঞ্চ’ “বারো মাসে তেরো পার্বন” ট্যাগলাইন ব্যবহার করা শুরু করে যার আক্ষরিক অর্থ সারাবছর বাঙালিদের বিভিন্ন রকম উৎসবের ঘনঘটার বহর চিরকাল থেকেই। সেই থেকে প্রতিটি উৎসবের সময় একটি করে নতুন গান প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে ‘স্টারমঞ্চ’ কর্তৃপক্ষের তরফ থেকে এবং ‘আসিও মা জগদ্ধাত্রী’ তার ব্যতিক্রম নয়। এই গানে মা জগদ্ধাত্রী দুষ্টের দমন করে শান্তির প্রতিষ্ঠা করেন জগতে। মা জগদ্ধাত্রী তাঁর চার হাতে ধারণ করেন শঙ্খ, চক্র, বাণ ও ধনুক এবং সেই থেকেই ভক্তরা বিশ্বাস করেন যে মা-কে পুজো করার মাধ্যমে তারা নিজেদের অহংকার, লোভ এই সমস্ত বিসর্জন দিয়ে জীবনে সুখ-শান্তি অর্জন করতে পারবেন। ‘স্টারমঞ্চ’-এর তরফ থেকে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে ‘পয়লা সবার থাক’, রবীন্দ্র জয়ন্তী-তে ‘সন্ধ্যেপাখি’ ,জামাই ষষ্ঠী-তে ‘ষষ্ঠী মেড ইন হেভেন’, রথযাত্রা উপলক্ষে ‘নয়নপথগামি’, ঝুলন যাত্রার সময় ‘এলো কি’ এবং বিশ্বকর্মা পুজোয় ‘বিশ্বকর্মা জয়’, দুর্গা পুজোয় ‘দেখবো ঠাকুর ঢ্যাংকুড়াকুর’, লক্ষ্মীপুজোয় ‘নারায়ণী স্তুতি’, কালীপুজোয় ‘দীপান্বিতা’ এবং সম্প্রতি ভাইফোঁটায় ‘ভাইফোঁটার গান’ প্রমুখ প্রকাশ করা হয়েছিল “বারো মাসে তেরো পার্বন”-এর অংশ হিসাবে। প্রতিটি গানই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে।

এব্যাপারে ‘স্টারমঞ্চ’-র সিইও রণদীপ ভট্টাচার্য্য় বলেন, “মা ‘জগদ্ধাত্রী’-কে সমস্ত সৃষ্টির উৎস বলে গণ্য করা হয় এবং তিনি ছাড়া সবকিছুই অচল। বিশ্বের রক্ষাকারী ‘মা’-এর পুজো উপলক্ষে এই গানটি আমাদের একটি ছোট্ট প্রয়াস যা আমরা আশাকরি মায়ের ভক্ত ও শ্রোতাদের পছন্দ হবে।”

Leave a Reply

Your email address will not be published.