ভাইফোঁটায় স্টারমঞ্চের নতুন গানের ডিজিটাল রিলিজ

ডিজিটাল; কলকাতা, ২৭ অক্টোবর ২০২২: ভাইফোঁটায় নতুন “ভাইফোঁটার গান” নিয়ে এলো ভারতের প্রথম ক্যারাওকে অ্যাপ স্টারমঞ্চ। গানটি গেয়েছেন ‘সারেগামাপা’-র ফাইনালিস্ট চন্দ্রিকা ভট্টাচার্য। লিখেছেন শ্রীজাত ও সুর দিয়েছেন জয় সরকার।

স্টারমঞ্চের “বারো মাসে তেরো পার্বন”-এর আরও একটি সংযোজন এই ভাইফোঁটার গান। যেখানে বোন তার ভাইয়ের দীর্ঘায়ু এবং চির সুখের কামনা করে। এর আগে বেশ কিছু হিট গান রিলিজ করেছে স্টারমঞ্চ। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল – পয়লা সবার থাক (পয়লা বৈশাখ), সন্ধেপাখি (রবীন্দ্র জয়ন্তী), ষষ্ঠী মেড ইন হেভেন (জামাই ষষ্ঠী), নয়নপথগামী (রথযাত্রা), এলো কি (ঝুলন যাত্রা) এবং বিশ্বকর্মা জয় (বিশ্বকর্মা পুজো)।

স্টারমঞ্চের সিইও রণদীপ ভট্টাচার্য জানান, “আমাদের এই ভাইফোঁটার গান আশাকরি সবার ভালো লাগবে। এই গানে প্রতিটি ভাই-বোনের সম্পর্কে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ, স্নেহ এবং উষ্ণতা।“

Leave a Reply

Your email address will not be published.