ডিজিটাল; ২৫ অক্টোবর : ডেঙ্গুর ভয়ে কাঁপছে গোটা শিলিগুড়ি। আর ডেঙ্গুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাজ করে চলেছেন শিলিগুড়ির তেরো নং ওয়ার্ড কাউন্সিলার তথা এম আই সি মানিক দে। আজ সকাল থেকেই তিনি বেড়িয়ে পড়েন জঞ্জাল পরিষ্কারের জন্য। নিজে দাড়িয়ে থেকে জেসিপি দিয়ে গাড়িতে নোংরা উঠালেন। কোথায় আবর্জনা পড়ে থাকলে তা উঠায়ে ফেলার নির্দেশ দিলেন তিনি। তার ওয়ার্ড শুধুমাত্র নয় গোটা শিলিগুড়িকেই আমি পরিচ্ছন্ন রাখতে চাই বলে জানালেন মানিক দে। তাই সকাল থেকেই বেরিয়ে পড়েছি আমি। ডেঙ্গু ছড়াচ্ছে শিলিগুড়িতে। অন্যান্যদের মত চিন্তায় আছি আমিও। কিভাবে এই শহরের মানুষকে ডেঙ্গুর কবল থেকে রক্ষা করা যায় সেটাই এখন আমার মুল লক্ষ। জানালেন তেরো নং ওয়ার্ড কাউন্সিলার মানিক দে।
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই, ভয়ে কাঁপছে শিলিগুড়ি
