ভারতীয় প্যানোরমা ৫৩তম জাতীয় চলচ্চিত্র উৎসব; নির্বাচিত চলচ্চিত্রগুলির ঘোষণা

২৫টি কাহিনী ও ২০টি অ-কাহিনী চিত্র আইএফএফআই-তে দেখানো হবে

ডিজিটাল; ২৩ অক্টোবর: ভারতীয় প্যানোরমা বিভাগ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত ২৫টি কাহিনী চিত্র ও ২০টি অ-কাহিনী চিত্রের তালিকা প্রকাশ করেছে। ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আয়োজিত ৫৩তম জাতীয় চলচ্চিত্র উৎসবে এগুলি দেখানো হবে।

ভারতীয় প্যানোরমার এই চলচ্চিত্রগুলি সারা দেশের প্রখ্যাত জুরি সদস্যরা নির্বাচন করেছেন। কাহিনী চিত্র বিভাগের জন্য ছিলেন ১২ জন সদস্য, অ-কাহিনী চিত্রের জন্য ছিলেন ৬ জন সদস্য।

অরিন্দম শীল নির্দেশিত বাংলা চলচ্চিত্র ‘মহানন্দা’ ও অভিজিৎ সেন নির্দেশিত ‘টনিক’ এবারে আইএফএফআই-তে দেখানো হবে।

ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতেই ১৯৭৮ সালে স্থাপিত হয় ভারতীয় প্যানোরমা।

Leave a Reply

Your email address will not be published.