তালপুকুর ইস্ট ফ্রেন্ডস ক্লাবে এবার ‘ ইচ্ছে’

ডিজিটাল; ২২ অক্টোবর: বর্তমান মানুষের জীবনে এবং পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা থেকে যাতে খুব তাড়াতাড়ি সুরাহা পাওয়া যায় সেই ইচ্ছা প্রকাশ করে মা কালী কে আরাধনা করতে চলেছে বাঘাযতীন স্টেশন রোডের কাছে তালপুকুর ইস্ট ফ্রেন্ডস ক্লাব। ৪২ তম বছরে তাদের এবারের নিবেদন ‘ইচ্ছে’। আলো, বাঁশ, কাপড় ইত্যাদি দিয়ে নিজেদের পুজো প্যান্ডেলকে সাজাতে চলেছে তারা। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে চলেছে মিউজিক্যাল ফোয়ারা।

তাদের প্রতিমা শিল্পী – অমল দাস; আলো – জয়ন্ত দাস; মণ্ডপ – সৌগত বিশ্বাস। বিগত বছর গুলিতে তালপুকুর ইস্ট ফ্রেন্ডস ক্লাব বিভিন্ন থিম পুজোর মাধ্যমে মন জিতেছেন দর্শনার্থীদের। এবারেও এর অন্যথা হবে না – এব্যাপারে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.