ডিজিটাল; ২২ অক্টোবর: টালিগঞ্জ নবজাগরণ ক্লাবের এই বছরের কালীপুজোর থিম অন্তদৃষ্টি। আয়োজকদের কথায় আমরা খালি চোখে যে সমস্ত জিনিস দেখতে পাই না আমাদের অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে সেই জিনিস আমরা অনুভব করতে পারি। এমন ভাবেই অনুভব করতে পারি আমাদের ভেতরে থাকা শক্তি। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস, কাঁচের বোতল , কাপড় ইত্যাদি দিয়ে পুজো প্যান্ডেল কে সাজাতে চলেছে তারা।
বিগত দিনে বিভিন্ন ধরনের থিম পুজো উপহার দিয়েছে তারা। এখানে কালী মায়ের থাকবে শান্ত রূপ। এবারে তাদের ৩৫ তম বর্ষ।
আলো আঁধারির খেলা দিয়ে সাজবে মন্ডপের অন্দর মহল।
অন্তদৃষ্টি নবজাগরণে
