স্পেস এক্স ও নাসার পরিকল্পনা

সংবাদ সফর, ডিজিটাল ডেস্ক : ২০২৪ – ২০৫০ সালের মধ্যে প্রতিদিন তিনটি মহাকাশযান দশ লক্ষ মানুষকে লাল গ্রহের (মঙ্গলগ্রহে) মাটিতে পৌঁছে দেবে। তার আগে অবশ্য ২০২১ সালে মানুষ ছাড়া দু-দুটো মহাকাশযান পাঠানো হয়েছে, যা লাল গ্রহকে বসবাসযোগ্য করার জন্য সমস্ত জীবনদায়ী ব্যবস্থা করে। এই পুরো কর্মযজ্ঞটি পরিকল্পনা করা হয়েছে “নাসার” মঙ্গলগ্রহ অভিযান প্রকল্পের সাথে যুক্ত হয়ে এবং আরো নানান বেসরকারি সংস্থার সাথে হাত মিলিয়ে।

উল্লেখ্য নাসার পক্ষ থেকে জানানো হয়েছে- “স্পেস-এক্স কোম্পানি তাদের মহাকাশযানের কার্যকারিতা প্রমাণ করতে না পারা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব না এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যে নাসা এক দীর্ঘকালীন প্রকল্পের কাজে এর মধ্যেই হাত দিয়েছে।” অন্যদিকে ২০১৬ সালে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত স্পেস এক্সের “স্টারশিপ ” বাস্তব চেহারায় হাজির হতে পারে নি। যদিও স্টারশিপের একটি প্রটোটাইপ (SN 5) সফলভাবে এক মিনিটের মধ্যে পাঁচ হাজার ফুট পাড়ি দিয়ে ফিরে এসেছে। সত্যিকরের স্টারশিপকে মঙ্গলে পাঠানোর আগে এইরকম আরো কয়েকটি প্রটোটাইপ উত্ক্ষেপণের পরিকল্পনা হাতে নিয়েছে স্পেস- এক্স কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published.