উর্বশী-ঋষভ নিয়ে উত্তাল নেট দুনিয়া

সংবাদ সফর, ডিজিটাল ডেস্ক : উর্বশী রাওতেলা আর ঋষভ পন্থ। ভাইরাল দুই তারকা। উর্বশী রাওতেলা আর ঋষভ পন্থকে নিয়ে যত দিন যাচ্ছে চর্চা বেড়েই চলেছে। যে সময় ঋষভ অস্ট্রেলিয়ায়, ঠিক তখন উর্বশীও সেখানে। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিনেত্রী। তিনি লেখেন, “আমি সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করতে চাই। সাম্প্রতিক কালে আমার ‘আই লভ ইউ’ বলা একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সকলের উদ্দেশে বলতে চাই এই ভিডিয়োটি শুধু মাত্র অভিনয়ের অংশ। কোনও ব্যক্তির উদ্দেশে করে তৈরি করা হয়নি। এমনকি কোনও ভিডিয়ো কলেরও অংশ নয় এই ভিডিয়ো।”

কিছু দিন আগে সাদা-কালো চেক জামা আর হাই হিলে অভিনেত্রীকে দেখে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিল তাঁর ভক্তরা। যে ছবির ক্যাপশনে উর্বশী লেখেন “হোয়াট আ পার্‌থ-ফেক্ট ডে!” এক জন লিখলেন, “ঋষভ পার্‌থ থেকে ব্রিসবেনে এলেন। আপনারও পরবর্তী ঠিকানা তবে ব্রিসবেন?” প্রায় মাস ঘুরতে চলল অস্ট্রেলিয়া গিয়ে বসে আছেন অভিনেত্রী। এত জায়গা থাকতে নায়িকার হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে মুখরোচক চর্চা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.