যুদ্ধক্ষেত্রে বিবাহ সম্পন্ন তরুণ তরুণীর

সংবাদ সফর, ডিজিটাল ডেস্ক : ইউক্রেন এখন গোলাবারুদের গন্ধে ভরে গেছে, গোটা দেশের টাটকা অক্সিজেন পাওয়া দুষ্কর। প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা মুশকিল ইউক্রেন বাসীদের কাছে। রুশ বিমান যখন তখন হামলা চালাচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে। এরকম যুদ্ধক্ষেত্রে বিয়ের ফুল ফুটল, ৩১ বছর এর তরুণী সৈনিক এভারেল্ড বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তার সহযোদ্ধা তরুণ এভাজনির সাথে। যুদ্ধ শুরু হওয়ার আগে ওই তরুণী একজন সাধারণ নাগরিক ছিলেন, তবে যুদ্ধ শুরু হওয়ার পরে সে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করেছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে তার রাত কাটে সেনা ছাউনিতে, প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা মুশকিল। এরকম পরিস্থিতিতে তার সাথে আলাপ হয় সহযোদ্ধা তরুণ এভাজনের সাথে। আলাপ পরিচয় বাড়ে, দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। যুদ্ধক্ষেত্রেও ভালোবাসার ফুল ফুটল , গত ১৪ই অক্টোবর তারা এক অরণ্যে নিজেদের বিবাহ সেরে নিয়েছেন। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিভিন্ন সেনা আধিকারিকরা। যেকোনো সময় তাদের জীবনের সূর্য অস্তমিত হতে পারে, তবে কুছ পরোয়া নেহি ভালোবাসা যে সবচেয়ে দুর্লভ জিনিস, মৃত্যু তাকে পরাজিত করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published.