সংবাদ সফর, আগরতলা : পেট্রোল ডিজেল ও সিএনজি দাম বৃদ্ধিতে জাতীয় সড়ক অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করে তৃণমূল যুব সংগঠন ও তৃণমূল আমবাসা ব্লক কংগ্রেস। অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদেই মঙ্গলবার তাদের এই কর্মসূচি বলে জানান যুব তৃণমূল নেতৃত্ব উত্তম কলই । আমবাসা ফরেস্ট অফিস সংলগ্ন ৮ নং জাতীয় সড়কের উপর চক্কাজ্যাম কর্মসূচিতে শামিল হয় তৃণমূল যুব সংগঠন ও তৃণমূল ব্লক সংগঠনের কর্মী সমর্থকরা। খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পুলিশ তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে আটক করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। এবং স্বাভাবিক হয় জাতীয় সড়কের উপর যান চলাচল। তৃণমূল অবরোধকারীদের মধ্যে মোট ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে আমবাসা থানায়।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে তৃণমূলের চাক্কা জ্যাম কর্মসূচি
