সংবাদ সফর, ডিজিটাল ডেস্ক : অনূর্দ্ধ ১৭ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত। সোমবার ব্রাজিলের কাছে ৫ গোল খেলো ভারত। একটিও ম্যাচ জিততে পারেনি ভারতীয় মহিলা ফুটবল দল।
প্রথম ম্যাচ আমেরিকার কাছে ৮ গোলে পরাজয় স্বীকার করে, এরপর মরক্কর কাছে ৩ গোলে পরাজয় স্বীকার করে।মঙ্গলবার ছিল কার্যত নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু দুঃখের বিষয় একটিও গোল করতে পারেনি। মোট ৩ টি ম্যাচ এ ১৬ টি গোল হজম করেছে ভারত। মঙ্গলবার প্রথম হাফে ব্রাজিল ২ গোল করে, পরের হাফে আরো ৩ টি গোল করে , গোটা ম্যাচ এ ব্রাজিল মহিলা দলের আধিপত্য ছিল ।